কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : মেডিকেল সায়েন্সে অনেক রোগ সম্পর্কে ডাক্তাররা বলে যে, এই রোগ ভালো হবে না, এর কোনো চিকিৎসা নাই ইত্যাদি। কিন্তু আমি এক আলেমের নিকট শুনেছি যে, প্রতিটি রোগেরই ঔষধ আছে। জনৈক আলেমের সেই বক্তব্য কি সঠিক?

উত্তর : হ্যাঁ, উক্ত বক্তব্য সঠিক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা এমন কোনো ব্যাধি অবতীর্ণ করেননি, যার ঔষধ তিনি সৃষ্টি করেননি’ (ছহীহ বুখারী, হা/৫৬৭৮)। অন্য বর্ণনাতে রয়েছে, ‘প্রত্যেক রোগের প্রতিষেধক রয়েছে। যখন রোগের সঠিক প্রতিষেধক ব্যবহার করা হয়, তখন আল্লাহর হুকুমে রোগমুক্ত হয়ে যায়’ (ছহীহ মুসলিম, হা/২২০৪)। অতএব এই রোগ ভালো হবে না বা এর কোনো চিকিৎসা নাই- এমন কথা চিকিৎসকের জ্ঞানের সীমাবদ্ধতা, রোগ নির্ণয়ে ব্যর্থতা অথবা সঠিক ঔষধ নির্বাচনে অক্ষমতামাত্র।

প্রশ্নকারী : নাইমুর রহমান

রাজশাহী।


Magazine