উত্তর : বিবাহ ছহীহ হওয়ার জন্য মেয়ের অবিভাবকের অনুমতি আবশ্যক। যদি কেউ মেয়ের অবিভাবকের অনুমতি ব্যতীত কোনো মেয়েকে বিবাহ করে, তাহলে সে বিবাহ বাতিল হিসাবে গণ্য হবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীকে তার অভিভাবক বিবাহ দেয়নি তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল (ইবনু মাজাহ, হা/১৮৭৯; আবূ দাঊদ, হা/২০৮৩; তিরমিযী, হা/১১০২)। যেহেতু মেয়ের অবিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বৈধ নয় সেহেতু যদি কেউ উক্ত বিবাহের উপর ভিত্তি করে সংসার করে, তাহলে তা যেনা হিসাবে বিবেচিত হবে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটেই যায় তাহলে অবিভাবকের উচিত তাদেরকে মেনে নিয়ে নতুনভাবে বিবাহ পড়ানো। প্রশ্নোল্লিখিত পরিস্থিতিতে যেহেতু বিবাহ হয়নি, তাই নতুনভাবে মোহর নির্ধারণ করে অবিভাবকের অনুমতি সাপেক্ষে নতুনভাবে বিবাহ পড়াতে হবে এবং উক্ত সন্তান অবৈধ সন্তান হিসাবে বিবেচিত হবে।
প্রশ্নকারী : রবিউল ইসলাম
পীরগঞ্জ, রংপুর।