কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : আমরা জানি যে, দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নাত। কিন্তু জনৈক আলেমকে এক সম্মেলনে বসে খুতবা দিতে দেখলাম। এটা শরীআতসম্মত কি?

উত্তরদাঁড়িয়ে খুতবা দিতে হবে। বসে খুতবা দেওয়ার কোনো প্রমাণ নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। মাঝে বসে দুই খুতবার মাঝে পার্থক্য করতেন। জুমআর সম্পূর্ণ খুতবা তিনি কখনো বসে দেননি। জাবের ইবনু সামুরা রযিয়াল্লাহু আনহু হতে বর্নিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাঁড়িয়ে খুতবা দিতেন এরপর বসতেন। এরপর আবার দাঁড়িয়ে খুতবা দিতেন। অতএব যে তোমাকে সংবাদ দিবে যে, তিনি বসে খুতবা দিতেন সে মিথ্যা বলেছে (ছহীহ মুসলিম, হা/৮৬২)। আবূ ক্বাতাদা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর, উমার ও উছমান রযিয়াল্লাহু আনহুম তাঁরা সবাই জুমআর দিন দাঁড়িয়ে খুতবা দিতেন। এমনকি উছমান রযিয়াল্লাহু আনহু-এর উপর দাঁড়িয়ে খুতবা দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়লে তিনি (কিছু সময়) বসার পর আবারো দাঁড়িয়ে খুতবা দিতেন। এরপর মুআবিয়া রযিয়াল্লাহু আনহু প্রথম খুতবা বসে দিতেন এবং দিতীয় খুতবা দাঁড়িয়ে। এই হাদীছ থেকে সম্পূর্ণ খুতবা বসে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং অপারগতা জনিত কারণে কিছুক্ষণ বসেছেন এমনটি বুঝা যায়। (ফাতহুল বারী লি ইবনি হাজার, ২/৪০১)। সুতরাং দাঁড়িয়ে খুতবা দিতে হবে এটিই বিধিবদ্ধ সুন্নাত। ছহীহ হাদীছের সামনে এমন অজুহাত চলে না।

প্রশ্নকারী : নাজমুল ইসলাম

জামতলা, শার্শা, যশোর।

 

Magazine