কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): জামাআতে তিন রাকআত বা চার রাকআত ছালাতে যদি এক রাকআত বা দুই রাকআত না পাই, তবে শেষ বৈঠকে ইমাম সালাম ফেরানোর আগ পর্যন্ত কি শুধু তাশাহুহদ পড়ব? নাকি সাথে দরূদ, দু‘আ মাছূরা এবং অন্যান্য দু‘আও পড়ব?

উত্তর: ইমাম সাহেবের সালাম ফিরানোর আগ পর্যন্ত তাশাহহুদ, দরূদসহ অন্যান্য দু‘আ পড়তে থাকবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম এজন্য নিয়োগ করা হয় যে, তাকে অনুসরণ করা হবে’ (ছহীহ বুখারী, হা/৩৭৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘তোমাদের কোনো লোক যখন জামাআতের ছালাতে শরীক হওয়ার জন্য আসবে তখন ইমাম যে অবস্থায় থাকবে এবং যে কাজ করবে, সেও সে কাজ করবে’ (তিরমিযী, হা/৫৯১; ছহীহ আল-জামে, হা/২৬১)।

প্রশ্নকারী : মো. মোক্তার হোসেন

মৌলভীবাজার।

 

Magazine