কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : ভিনেগার খাওয়া কি হালাল হবে?

উত্তর: হালাল হবে। যদি তা আপেল, আঙুর ইত্যাদি হালাল ফলমূল থেকে প্রস্তুতকৃত হয়। আর ভিনেগার বা সিরকায় ব্যবহারিত উপাদানগুলো মদের পর্যায়ভুক্ত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিনেগারকে উত্তম তরকারি হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সিরকা কতই না চমৎকার তরকারি’ (তিরমিযী, হা/১৭৩৯; আবূ দাঊদ, হা/৩৮২০)। আর যদি তা মদ হতে তৈরি হয়, তাহলে তা খাওয়া যাবে না। আবূ তালহা রযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কতিপয় ইয়াতীম সম্পর্কে প্রশ্ন করলেন, তারা উত্তরাধিকার সূত্রে মদ পেয়েছিল। তিনি বললেন, ‘তা ঢেলে ফেলে দাও। আবূ তালহা রযিয়াল্লাহু আনহু বললেন, আমি কি একে সিরকায় রূপান্তরিত করতে পারব না? তিনি বললেন, না’ (আবূ দাঊদ, হা/৩৬৭৫; ছহীহ মুসলিম, হা/১৯৮৩; মুসনাদে দারেমী, হা/২১৬১)। এই হাদীছ প্রমাণ করে যে, মদ বা হারাম বস্তু দ্বারা তৈরিকৃত ভিনেগারসহ যেকোনো পানীয় পান করা নিষিদ্ধ।

প্রশ্নকারী : শেহা খান

 জার্মানী।

Magazine