উত্তর : আল-মুক্বীত নাম রাখা যাবে না। কেননা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি নাম হলো আল-মুক্বীত। আল্লাহ তাআলা বলেন, ‘যে ভাল সুপারিশ করবে, তা থেকে তার জন্য একটি অংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্যও তা থেকে একটি অংশ থাকবে। আর আল্লাহ প্রতিটি বিষয়ের হেফাযতকারী’ (আন-নিসা, ৪/৮৫)। আল-মুক্বীতের অর্থ হলো হেফাযতকারী, হিসাবগ্রহণকারী এবং পর্যবেক্ষণকারী। যদি কেউ এই নাম রাখতে চায়, তাহলে আব্দুল মুক্বীত রাখতে হবে। এখন আপনার করণীয় হলো, এই নাম পরিবর্তন করে আব্দুল মুক্বীত নাম রাখা।
প্রশ্নকারী : রফিকুল ইসলাম
নলডাঙ্গা, নাটোর।