কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): আমি হিজাব পরিধান করি, তারপরেও মনে হয় আমার পর্দা পরিপূর্ণ নয়। বোরকা পরাকে এর সমাধান বলে মনে করি। তবে বিশেষ করে মা আমাকে বোরকা পরতে দিতে চান না। তার মনে হয় বোরকা পরে বখাটে মেয়েরা, আরও নানা কথা বলেন। এক্ষণে, আমি কি তাকে খুব জোর করতে পারব? এটা কি দুর্ব্যবহারের অন্তর্ভুক্ত হবে?

উত্তর: ইসলামে পর্দা করা ফরয। পর্দা করার উদ্দেশ্য হলো সৌন্দর্য আবৃত রাখা, প্রকাশ করা নয়। বোরকায় যেহেতু পুরো শরীর ঢেকে থাকে বিশেষ করে মুখমণ্ডল এবং হিজাবের চেয়ে বোরকায় শরীর বেশি আবৃত থাকে এজন্য বোরকা ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না’ (আল-আহযাব, ৩৩/৫৯)। আর বোরকা কোনো বখাটে পোশাক নয়। বরং তা হলো সম্ভ্রান্ত পরিবারের পবিত্রা, ভদ্র ও লজ্জাশীলা মহিলার ব্যক্তিত্বের পরিচায়ক এবং কোনো মুসলিম ব্যক্তি এর বিরোধিতা করতে পারে না। যদি কোনো পরিবারে মায়ের মনমানসিকতা এমন হয়, তাহলে তাকে বুঝাতে হবে। কিন্তু বোরকা ছাড়া যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য নেই’ (মুসনাদে আহমাদ, হা/১০৯৫)। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমার পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য পীড়াপীড়ি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মান্য করো না, তবে পৃথিবীতে তাদের সঙ্গে সদ্ব্যবহার করো’ (লুকমান, ৩১/১৫)।

প্রশ্নকারী : ফারহানা জামান স্নেহা

দিনাজপুর।

Magazine