কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : সন্তান জন্ম নিলে খুশি হয়ে বন্ধু, কলিগ এবং প্রতিবেশিকে মিষ্টিখাওয়ানো যাবে কি? শরীআত এ সম্পর্কে কী বলে?

উত্তর: সন্তান জন্ম নিলে যদি খুশী হয়ে কিছু করতে চায় তাহলে আগে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করতে হবে। আল-হামদুলিল্লাহ বলতে পারে অথবা শুকরিয়া সিজদা করতে পারে। অতপর দায়িত্ব হিসেবে তার জন্য কর্তব্য হলো সপ্তম দিনে আকীকা করা। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের সঙ্গে আকীকাহ সম্পর্কিত। সুতরাং তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত (অর্থাৎ ’আকীকার জন্তু যবহ) করো এবং তার অশুচি (চুল, নখ ইত্যাদি) দূর করে দাও (ছহীহ বুখারী, হা/৫৪৭১, তিরমিযী, হা/১৫১৫)। আর সন্তান জন্ম হওয়ার কারণে খুশি হয়ে কাউকে কোন কিছু খাওয়ালে তাতে কোন সমস্যা নেই।

প্রশ্নকারী : কিতাব আলী

কালিহাতী, টাংগাইল।


Magazine