কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : আমরা জানি যে, দু’আর শুরুতে হামদ ও দরূদ পাঠের কথা হাদীছে বর্ণিত হয়েছে (তিরমিযী, হা/৩৪৭৬)। দু’আর শেষে এমন কোনো কথা নেই। কিন্তু অনেক দু’আর বইয়ে দু’আর শেষে হামদ ও দরূদ পাঠের কথা লিখা আছে। প্রশ্ন হলো- হামদ ও দরূদ দ্বারা দু’আ শেষ করা কি শরীয়তসম্মত?

উত্তর : হামদ তথা আল্লাহর প্রশংসা ও দরূদ পাঠের মাধ্যমে দু‘আ আরম্ভ করলে, দু‘আ কবুল হয় একথা ঠিক (তিরমিযী, হা/৩৪৭৬; ছহীহ আবূ দাঊদ, হা/১৩৩১)। আলবানী রহিমাহুল্লাহ–র লিখিত ‘ছিফাতু ছালাতিন্নবী’ বইয়ে সূরা ইউনূসের ১০ নং আয়াতের আলোকে দু‘আ শেষে হামদ পাঠের বিষয়টি বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, وَآخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‘আর তাদের প্রার্থনার সমাপ্তি হয় ‘সমস্ত প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর জন্য’ (ইউনূস, ১০/১০)। তবে দু‘আর শেষে দরূদ পাঠের কোনো বর্ণনা ছহীহ সূত্রে বর্ণিত হয়নি। তাই শেষে দরূদ পাঠ করার সাথে দু‘আ কবুলের কোনো সম্পর্ক নেই।

প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী।


Magazine