উত্তর : চাচার সাথে যতদিন বিবাহবন্ধনে আবদ্ধ আছে, ততদিন তাকে বিবাহ করা যাবে না। কিন্তু কোনো কারণে যদি তাদের তালাক হয়ে যায় এবং সেই মহিলার ইদ্দত পার হয়, তাহলে তাকে বিবাহ করাতে শরীআতে কোনো বাধা নেই। কেননা সূরা আন-নিসার ২৩ নং আয়াতে যাদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে, চাচী তাদের অন্তর্ভুক্ত নয়। এজন্য চাচীর সাথে পর্দা করে চলতে হবে।
প্রশ্নকারী : লুকমান হোসেন
চাঁপাই নবাবগঞ্জ।