কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): ইচ্ছাকৃতভাবে ফজরের ছালাত দেরি করে আদায় করা যাবে কি?

উত্তর: ইচ্ছাকৃতভাবে কোনো ছালাতই দেরি করে আদায় করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘নির্ধারিত সময়ে ছালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য’ (আন-নিসা, ৪/১০৩)। তিনি আরও বলেন, তাদের পরে আসল অযোগ্য উত্তরসূরীরা, তারা ছালাত নষ্ট করল এবং প্রবৃত্তিপরায়ণ হলো। এখানে ছালাত নষ্ট করা দ্বারা উদ্দেশ্য হলো সময়মতো ছালাত আদায় না করা (তাফসীরে ইবনে কাছীর, ৫/২৪০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে ভালো? তিনি বললেন, ‘আউয়াল (প্রথম) ওয়াক্তে ছালাত আদায় করা’ (তিরমিযী, হা/১৭০)।

প্রশ্নকারী : আবূ হেনা

রাজশাহী।


Magazine