উত্তর: দাঁড়ি রাখা ও ছেড়ে দেওয়া আবশ্যক। দাঁড়ি কাটা হারাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মুশরিকদের বিরোধিতা করো, মোচ ছেঁটে ফেলো আর দাঁড়ি ছেড়ে দাও’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২)। কাজেই কর্তৃপক্ষ নির্দেশ দিলেও দাড়ি কাটা যাবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর অবাধ্যতা করতে মাখলূকের আনুগত্য করা যাবে না’ (ছহীহ বুখারী, হা/৭২৫৭)। কর্তৃপক্ষের কাছে শরীআতসম্মত পন্থায় দাঁড়ি রাখার জন্য লিখিত আবেদন করতে হবে, এরপরও তারা এই গুনাহে বাধ্য করলে চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো হালাল উপার্জনের উপায় খুঁজতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে উদ্ধার পাওয়ার) কোনো না কোনো পথ বের করে দিবেন’ (আত-তালাক, ৬৫/২)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।