কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : কারো নাম যদি আব্দুল মতিন, আব্দুল বারী, আব্দুর রহিম হয় তাহলে নামের শুরু থেকে ‘আব্দুল, আব্দুর’ বাদ দিয়ে ডাকলে গুনাহ হবে কি?

উত্তর : আল্লাহর সত্ত্বার সাথে খাছ এবং বান্দার জন্য প্রযোজ্য নয় এমন গুণ বিশিষ্ট নামের শুরুতে عبد (‘আব্দুল বা আব্দুর’) যুক্ত করা আবশ্যক। কেননা এমন নামের শুরুতে عببد যুক্ত না করলে সৃষ্টিকে স্রষ্টার স্থানে বসানো হবে। যেমন.الرَزَّاقْ، الخَالِقْ، الحيَ ، القَيُّوْم، الجَبَّارْ، الرَحْمَانْ ، المُصَوِّرْ ، ) আর রহমান, আর রাযযাক্ব, আল খালেক্ব, আল হাই, আল ক্বইয়্যুম, আল জাব্বার, আল মুছাওয়ের) ইত্যাদী। সুতরাং এ সকল নামের শুরুতে আব্দুর বা আব্দুল যুক্ত করে নাম রাখতে হবে এবং বলতে হবে। আর যে সকল গুণ বিশিষ্ট নাম আল্লাহর কর্ম বোঝায় এবং তা আল্লাহর জন্য খাছ নয়, সেগুলোর পূর্বে আব্দুর বা আব্দুল যুক্ত করা ভালো তবে জরুরী নয়। যেমন. نَافِعْ، عَلِيْ، ‘নাফে‘ আলী’ (তুহফাতুল মাওদুদ, ১২৫ পৃ.; আসনাল মাত্বালেব শারহু রাওযাতুত ত্বলেব এর টিকা, ৪/২৪৩ পৃ.)।

প্রশ্নকারী : আব্দুর রাকিব

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।


Magazine