কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : আমার বাবা কিস্তিতে চাউলের ব্যবসা করেন। নগদ বিক্রি করলে কিছুটা কম দামে বিক্রয় করেন, বাকিতে বিক্রি করলে ২০০/৩০০ টাকা বেশি দামে বিক্রয় করেন। এমন ব্যবসা হালাল হবে কি? (ক্রেতা তার সুবিধা অনুযায়ী টাকা পরিশোধ করেন এর জন্য অতিরিক্ত কোন টাকা দিতে হয় না)।

উত্তর : নগদে কম মূল্যে আর বাকিতে বেশি মূল্যে ক্রেতা-বিক্রেতার সম্মতিতে পণ্য ক্রয়-বিক্রয় করা যায়। তবে এর জন্য মূল্য পরিশোধের সময় নির্ধারিত হতে হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় পদার্পণ করলেন, তখন মদীনাবাসীগণ এক, দুই এবং তিন বছরের মেয়াদে বিভিন্ন রকমের ফল ক্রয়-বিক্রয় করতো। তিনি বললেন, ‘যে ব্যক্তি অগ্রিম ক্রয়-বিক্রয় করবে, তার উচিত অগ্রিম দেওয়া নির্ধারিত পরিমাপে এবং নির্ধারিত মেয়াদ পর্যন্ত (ছহীহ বুখারী, হা/২২৩৯; মিশকাত, হা/২৮৮৩)। ইক্বরিমা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এমন চুক্তিতে কোনো সমস্যা নেই যে, নগদ মূল্যে এত আর বাকি মূল্যে এত (মুসান্নাফ ইবনু আবি শায়বা, হা/২০৮২৬, ২০৮২৭)।

-আহসানুল হক

কুলনিয়া, দোগাছি, পাবনা।


Magazine