কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : লকডাউনের জন্য ছহীহ আক্বীদার ঈদগাহে যেতে পারছি না। এমতাবস্থায় ছয় তাকবীরে ঈদের ছালাত আদায়কারী ইমামের সাথে ছালাত জায়েয হবে কি?

উত্তর : এমন ইমামের সাথে ঈদের ছালাত জায়েয হবে। তবে ছহীহ হাদীছ অনুযায়ী ছালাত না পড়ানোর কারণে ইমাম দোষী হবেন। কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা ও ঈদুল ফিতরে প্রথম রাকআতে সাতটি ও শেষ রাকআতে পাঁচটিসহ মোট বারোটি তাকবীর দিতেন (আবূ দাঊদ হা/১১৫১, ১১৫০, সনদ ছহীহ; ইবনু মাজাহ হা/১২৭৮)। তাই যেখানে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পদ্ধতি অনুযায়ী ছালাত আদায় করা হয়, সেখানে যাওয়া উচিত।
প্রশ্নকারী : আব্দুস সামী
গংগাচড়া, রংপুর।

Magazine