কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): ‘শবেবরাতে মানুষের বার্ষিক রিযিক, হায়াত, মাউত ইত্যাদি নির্ধারণ করা হয়’ এই কথার সত্যতা সম্পর্কে জানতে চাই।

উত্তর: উক্ত কথা সঠিক নয়। বরং এর প্রমাণে যে হাদীছ রয়েছে, সেটি জাল। আর লায়লাতুল ক্বদরের রাতে মানুষের আগামী এক বছরের রিযিক, হায়াত, মাউত, সুখ, দুঃখ ইত্যাদি নির্ধারণ করা হয়, যা পবিত্র কুরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, ‘সে রাতে (পুরো এক বছরের) প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরীকৃত হয়’ (আদ-দুখান, ৫৯/৪-৫)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক। 



Magazine