কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বিভিন্ন সংস্থা ও ব্যাংক এককালীন কিছু শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। এ টাকা গ্রহণ করা যাবে কি?

উত্তর : কোনো সংস্থা বা ব্যাংক কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি গ্রহণ করার বিষয়টি তাদের অর্থনৈতিক সোর্স এর উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। সেই ব্যাংক বা সংস্থাটির ইনকাম সোর্স যদি অবৈধ তথা সূদী লেনদেন, অবৈধ ব্যবসা বা কারবারী ইত্যাদি হয়ে থাকে, তাহলে সে ব্যাংক বা সংস্থা কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি গ্রহণ করা যাবে না। যেমন, স্ব-ঘোষিত সূদী ব্যাংক। কেননা ইহা অন্যায়ের কাজে সহযোগিতা। অন্যায়ের কাজে সহযোগিতা করা হারাম। মহান আল্লাহ বলেন, ‘সৎ ও আল্লাহভীতির কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা’ (আল-মায়েদা, ৫/২)। তবে কোনো বৈধ ব্যবসায়ী সংস্থা বা ব্যাংক শিক্ষার উন্নয়নের জন্য এমন কোনো শিক্ষাবৃত্তি প্রদান করলে তা নিঃসন্দেহে গ্রহণ করা যাবে এবং তা প্রশংসনীয়। বরং এমতাবস্থায় পুরস্কার দিয়েই শিক্ষার্থীদেরকে শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে হবে (ছহীহ বুখারী, হা/৪৩০২)।

প্রশ্নকারী : আব্দুর রহমান

তানোর, রাজশাহী।

Magazine