উত্তর : কখন থেকে এর ব্যবহার শুরু হয় তা জানা যায় না। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নবী-রাসূলসহ বিভিন্ন ব্যক্তির নামের শুরুতে ‘হযরত’ লেখার যে প্রচলন রয়েছে, তা কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা সাব্যস্ত নয়। অনুরূপভাবে কুরআন ও হাদীছে যে সমস্ত নামে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সম্বোধন করা হয়েছে, ‘হযরত’ শব্দটিও তার অন্তর্ভুক্ত নয়। বরং এতে ছাহাবীগণ যে শব্দের মাধ্যমে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সম্বোধন করেছেন তা পরিহার করা হয়েছে। এছাড়া শব্দটিতে যথেষ্ট আপত্তি রয়েছে এবং অর্থের সাথেও অসামঞ্জস্যতা রয়েছে। কেননা ‘হযরত’ শব্দটি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ‘হাযির/নাযির’ হওয়ার আক্বীদা থেকে উদ্ভূত। এক্ষেত্রে অনেকের আক্বীদা হলো, আমাদের নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযির-নাযির বা মীলাদ মাহফিলে উপস্থিত হতে পারেন- আর এমন আক্বীদা থেকেই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে সরাসরি ‘হযরত’ ব্যবহার করে থাকে। তাই এ শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে এবং তা থেকে বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : শোয়াইব
কাতলাসেন, ময়মনসিংহ।