উত্তর: কীটনাশক এক ধরনের বিষাক্ত পদার্থ যা কীটপতঙ্গকে মেরে ফেলতে সহায়তা করে। রাসায়নিক পদার্থের সাহায্যে প্রস্তুতকৃত কীটনাশক মূলত পোকা-মাকড় নির্মূলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কীটনাশক ব্যবহারে যদি শস্যে কোনো প্রভাব না ফেলে এবং কীটনাশক ব্যবহারে উৎপাদিত খাদ্যে কোনো ক্ষতিকারক কিছু না থাকে, তবে তা ব্যবহার করা যেতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি পাঁচ প্রকার প্রাণী হারামে এবং ইহরাম অবস্থায় হত্যা করে, তাহলে হত্যার জন্য তার কোনো পাপ হবে না। তা হলো চিল, কাক, ইঁদুর, বিচ্ছু ও দংশনকারী কুকুর’ (নাসাঈ, হা/২৮৩৮)। তবে ফলমূল ও শাকসবজির সাথে ফরমালিন ব্যবহৃত খাদ্য অনেক সময় তা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় শুধু ফলন বৃদ্ধির উদ্দেশ্যে তা ব্যবহার করা বৈধ হবে না। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে, ‘ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্যও যাবে না’ (ইবনে মাজাহ, হা/২৩৪০)।
প্রশ্নকারী : জিল্লুর রহমান
গঙ্গাচড়া, রংপুর।