উত্তর: ডিজিটাল যোগাযোগের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নির্ধারিত হারে পারিশ্রমিক নির্ধারণ করে বায়ার ও ফ্রিল্যান্সারের মধ্যে পারস্পারিক আলোচনার ভিত্তিতে কাজ করার নাম হচ্ছে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা বৈধ না অবৈধ তা নির্ভর করে কাজের উপর। কাজটি যদি শরীআতে হালাল হয়, তাতে মিথ্যা বা প্রতারণার আশ্রয় না থাকে, অন্যের অধিকার নষ্ট করা না হয়, সন্দেহপূর্ণ বিষয় বা অশ্লীলতা অথবা কোনো প্রাণীর ছবিযুক্ত কোনো কিছু ব্যবহার করা না হয় অথবা ইসলাম বিরোধী কিছু না থাকে; তাহলে তা করে উপার্জন করাতে কোনো সমস্যা নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিজের হাতের উপার্জন থেকে উত্তম খাবার কেউ কখনো খায়নি। আল্লাহর নবী দাঊদ আলাইহিস সালাম নিজ হাতের উপার্জন থেকে খেতেন’ (ছহীহ বুখারী, হা/২০৭২)।
প্রশ্নকারী : কাওসার জামান
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।