উত্তর: দরিদ্রতার ভয়ে আযল করা অথবা জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহার করা হারাম। আল্লাহ বলেন, ‘দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। তাদেরকে এবং তোমাদেরকে আমিই খাদ্য প্রদান করে থাকি’ (আল ইসরা, ১৭/৩১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নারীকে বিবাহ করার প্রতি উৎসাহিত করেছেন যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে। তিনি বলেছেন, ‘তোমরা প্রেমময়ী ও অধিক সন্তানদায়িনী নারীকে বিবাহ করো। কারণ আমার উম্মতের সংখ্যা বেশি হওয়া আমার গৌরবের কারণ’ (আবূ দাঊদ, হা/২০৫০, নাসাঈ, হা/৩২২৭)। তবে স্ত্রী ও সন্তানের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে স্ত্রীর অনুমতিক্রমে আযল বা জন্মনিয়ন্ত্রণ করা যায় (ইবনু মাজাহ, হা/১৯২৮)। কিন্তু স্থায়ীভাবে জন্মনিরোধ করা আদৌ বৈধ নয় (আদর্শ পরিবার, ১২১ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ ফারুক
ভেড়ামারা, কুষ্টিয়া।