কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : ওযূ শেষে কালিমা শাহাদাত পড়তে ভুলে গেলে ওযূ হবে কি?

উত্তর : ওযূর শেষে দু‘আ পাঠের ফযিলত অনেক। প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য এ বিষয়ে মনযোগী হওয়া জরুরি। ওযূর শেষের দু‘আ সম্পর্কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ভালোভাবে ওযূ করে বলবে, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে’ (ছহীহ মুসলিম, হা/২৩৪; মিশকাত, হা/২৮৯)। তবে কেউ যদি ওযূর শেষে উক্ত দু‘আ না পড়ে, তাহলে তার ওযূ হয়ে যাবে। তবে ওযূর দু’আর ফযিলত থেকে বঞ্চিত হবে।

প্রশ্নকারী : রফিকুল ইসলাম

মহব্বত বাজিতপাড়া, থানা ও জেলা নীলফামারী।


Magazine