কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জানাযা কে পড়িয়েছিলেন?

উত্তর: রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জানাযার ছালাত নির্ধারিত কোনো ইমামের মাধ্যমে সম্মিলিতভাবে অনুষ্ঠিত হয়নি। ছাহাবায়ে কেরাম দশজন দশজন করে পালাক্রমে তাঁর জানাযা পড়েছেন। ইমাম ছাড়াই প্রথমে তাঁর পরিবার, অতঃপর ক্রমান্বয়ে মুহাজির, আনছার অতঃপর অন্যান্য পুরুষ, মহিলা ও শিশুগণ জানাযার ছালাত আদায় করেন (আর-রাহীকুল মাখতূম, পৃ. ৪৭১, ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাফন দাফন’ অনুচ্ছেদ)।

প্রশ্নকারী : কাওছার আলী

ঢাকা।


Magazine