উত্তর : ১৩, ১৪ ও ১৫-ই যিলহজ্জ ছিয়াম পালন করা উত্তম। তবে যে কোনো দিনও তা পালন করা যায়। মুআযা রহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আয়েশা রযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করি, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক মাসে তিন দিন ছিয়াম পালন করতেন? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করি, মাসের কোন কোন দিনে ছিয়াম রাখতেন? তিনি বললেন, তিনি নির্দ্ধিধায় যে কোনো তিন দিন ছিয়াম রাখতেন (আবূ দাঊদ, হা/২৪৫৩)। সুতরাং আইয়্যামে তাশরীকের দিনগুলো অতিবাহিত হওয়ার পর উক্ত ছিয়াম পালন করবে।
প্রশ্নকারী : নাছির উদ্দীন
মান্দা, নওগাঁ।