উত্তর : গোপনে দান করলে প্রকাশ্য দানের চেয়ে বেশি নেকী পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা প্রকাশ্যে দান কর তা কতই না উত্তম। আর যদি গোপনে দান কর তবে তা তোমাদের জন্য আরও উত্তম’ (আল-বাক্বারা, ২/২৭১)। দ্বিতীয়ত, গোপনে দান করলে ‘রিয়া’ বা লৌকিকতা ও অহংকার থেকে মুক্ত থাকা যায়। তৃতীয়ত, ক্বিয়ামতের কঠিন দিনে আল্লাহর বিশেষ ছায়াতলে আশ্রয় পাওয়া যাবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা সাত শ্রেণির লোককে তার বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ঐ সাত শ্রেণির মানুষের মধ্যে অন্যতম হলো সেই ব্যক্তি যে আল্লাহর পথে গোপনে দান করে যার বাম হাতও বলতে পারে না যে তার ডান হাত কী খরচ করেছে’ (ছহীহ বুখারী, হা/৬৮০৬; ছহীহ মুসলিম, হা/১০৩১)।
প্রশ্নকারী : হৃদয় হোসেন
চাঁপাই নবাবগঞ্জ।