কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : মিথ্যা কথা বলে চাকরি নিলে সেই চাকরির বেতন কি হালালহবে?

উত্তর : মিথ্যা বলা ইসলামে নিষিদ্ধ। আর এটি হলো মুনাফিকের আলামত (ছহীহ বুখারী, হা/৩৪; ছহীহ মুসলিম, হা/৫৮)। আর মিথ্যা বলে চাকরি নেওয়া এক ধরনের প্রতারণা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১৪৬)। তবে যদি সেই ব্যক্তি সেই চাকরির যোগ্য হয় এবং তার কাজ বৈধ হয়, তাহলে তার বেতনও হালাল হবে। কিন্তু মিথ্যা বলে চাকরি নেওয়ার কারণে তার কবীরা গুনাহ হবে।

প্রশ্নকারী : এস এম শাহ আলম

বড়াইগ্রাম, নাটোর।


Magazine