কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): আমার পার্শ্ববর্তী অধিকাংশ মসজিদই মাযহাবীদের। সেখানে আছরের ছালাত অনেক দেরি করে আদায় করা হয়। এমতাবস্থায় ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আযান না হলেও কি ছালাত আদায় করা যাবে?

উত্তর:  হ্যাঁ, যদি ছালাতের ওয়াক্ত হয়ে যায়, তাহলে আযান না হলেও ছালাত আদায় করা যাবে। আবূ যার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ‘সে সময় তুমি কী করবে যখন তোমাদের উপর এমন শাসক আসবে যারা ছালাতকে তার নির্ধারিত সময় হতে পিছিয়ে দিবে অথবা ছালাতকে তার নির্ধারিত সময় হতে মেরে ফেলবে?’ আমি বললাম, আপনি আমাকে কী নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, ‘তখন তুমি তোমার ছালাতকে নির্ধারিত সময়ে আদায় করে নিবে। তারপর তাদের সাথে যদি পাও, তাহলে আবার তা আদায় করে নিবে। এ ছালাত তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে’ (ছহীহ মুসলিম, হা/৬৪৮; আবূ দাঊদ, হা/৪৩১; ইবনু মাজাহ, হা/১২৫৬)।

প্রশ্নকারী : আব্দুর হালীম

খুলনা।

 

Magazine