কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : আমাদের ৫০ মণ ধান হয়েছে। কিন্তু আমাদের প্রায় তিন লাখ টাকার মতো ঋণ আছে। আমাদেরকে কি ওশর দিতে হবে, না-কি ঋণ পরিশোধ করতে হবে?

উত্তর : পশু-প্রাণী ও ফসলের মতো বাহ্যিক সম্পদে ঋণ থাকলে ওশর বা যাকাত মওকূফ হয় না (আল মুগনী, ৪/১৪৯ পৃ.)। তাই উৎপাদিত ধানের ওশর আদায় করার পরে ঋণ পরিশোধ করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আর সেই আল্লাহই নানা প্রকার বাগান ও গুল্মলতা সৃষ্টি করেছেন যার কতক স্বীয় কাণ্ডের উপর সন্নিবিষ্ট হয়, আর কতক কাণ্ডের উপর সন্নিবিষ্ট হয় না; আর খেজুর বৃক্ষ ও শস্যক্ষেত্র যাতে বিভিন্ন প্রকারের খাদ্য উৎপন্ন হয়ে থাকে, আর তিনি যায়তূন (জলপাই) ও আনারের (ডালিমের) বৃক্ষও সৃষ্টি করেছেন যা দৃশ্যত অভিন্ন হলেও স্বাদে বিভিন্ন, এই সব ফল তোমরা আহার কর যখন ওতে ফল ধরে, আর তা হতে শারীআতের নির্ধারিত যে অংশ রয়েছে তা ফসল কাটার দিন আদায় করে নাও, অপব্যয় করে সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই তিনি (আল্লাহ) অপব্যয়কারী ও সীমালঙ্ঘনকারীকে ভালবাসেন না (আল-আনআম, ১৪১)।

 প্রশ্নকারী : শাহাবুর রহমান

কালীগঞ্জ, দিনাজপুর।

Magazine