কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : বাবার হাত-পা বা মাথা ব্যথা করলে ছেলের স্ত্রী কি তা মেসেজ করে দিতে পারবে?

উত্তর : বৌমা শ্বশুরের জন্য মাহরাম মহিলার অন্তর্ভুক্ত। যদি শাশুড়ি না থাকে বা সেবা করার মতো ননদ, দেবর, ভাসুর ইত্যাদি না থাকে তাহলে নিরুপায় ও মুমূর্ষু অবস্থায় বৌমা-ই শ্বশুরের যথাসম্ভব সেবা করবে। কাবশা বিনতু কা‘ব ইবনু মালেক থেকে বর্ণিত, তিনি আবূ ক্বাতাদার পুত্রবধূ ছিলেন। একদা আবূ কাতাদা রযিয়াল্লাহু আনহু তার কাছে আসল। কাবশা রযিয়াল্লাহু আনহু বলেন, আমি তার ওযূর পানি প্রস্তুত করে দিলাম। এমন সময় একটি বিড়াল পানি পান করার জন্য আসল। আবূ ক্বাতাদা বিড়ালটির জন্য পানির পাত্র কাত করে ধরলেন। আর বিড়ালটি তৃপ্তি সহকারে পানি পান করল (আবূ দাঊদ, হা/৭৫; তিরমিযী, হা/৯২; মিশককাত, হা/৪৮২)।

প্রশ্নকারী : জহিরুল ইসলাম

তায়েফ, সৌদি আরব।

Magazine