কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : এক ব্যক্তি তার স্ত্রীকে ১৫ বছর পূর্বে এক তালাক দিয়ে ঘর-সংসার করতে থাকে। তার ৮ বছর পরে আবার এক তালাক দেয়। বর্তমানে তাকে তৃতীয়বারের মতো আবার তালাক দেয়। কিন্তু তারা পুনরায় ঘর-সংসার করতে চাইলে জনৈক আলেম তাদেরকে নতুন বিয়ে করার জন্য ফতওয়া দেন। এ বিয়ে কি ইসলাম সমর্থন করে?

উত্তর : তৃতীয় তালাক দেওয়ার পর উক্ত স্ত্রীর সাথে ঘর-সংসার করার সুযোগ থাকে না। তবে কোনো প্রকার পূর্ব চুক্তি ছাড়াই যদি উক্ত মহিলার অন্য কারো সাথে বিয়ে হয় এবং দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তাকে তালাক দিয়ে দেয়, তাহলে আবার প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। মহান আল্লাহ বলেন, ‘(ফেরতযোগ্য) তালাক হলো দু’বার পর্যন্ত। তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। ...তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নেই’ (আল-বাক্বারা, ২/২২৯-২৩০)।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।

Magazine