উত্তর: সূর্য ও চন্দ্র গ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরসহ সকলের যেসব জিনিস পালন করা উচিত হবে, তা হলো- (১) বেশি বেশি আল্লাহর যিকির করা (২) দুআ করা (৩) তাকবীর পাঠ করা (৪) ইস্তেগফার পড়া (৫) ছাদাকা করা (৬) দাস মুক্ত করা (৭) ছালাত আদায় করা (ছহীহ বুখারী, হা/১০৫৯, ১০৪৪; ছহীহ মুসলিম, হা/৯০১)। উল্লেখ্য যে, সূর্য ও চন্দ্র গ্রহণকে কেন্দ্র করে সমাজে গর্ভবতীর জন্য বিভিন্ন বাধা-নিষেধ, করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরা হয় যার কোনো ভিত্তি নেই। বরং সবার মতো তারাও স্বাভাবিক থাকবে এবং উল্লেখিত আমলগুলো করবে।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।