উত্তর: দুই ওয়াক্ত ফরয ছালাত আদায় করার সময় ভিন্ন ভিন্ন ইকামত দিতে হবে। তাই এক্ষেত্রে ভিন্ন ইকামতে দুই রাকআত করে মোট চার রাকআত ছালাত আদায় করবে। ছহীহ মুসলিমের বর্ণনায় এসেছে, অতঃপর (মুয়াযযিন) আযান দিলেন, ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের ছালাত আদায় করলেন। এরপর ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছরের ছালাত আদায় করলেন। তিনি এ দুই ছালাতের মাঝখানে অন্য কোনো ছালাত আদায় করেননি (ছহীহ মুসলিম, হা/২৮৪০)।
প্রশ্নকারী : মো. তাহেনুর রহমান
নয়নপুর, সদর, দিনাজপুর।