উত্তর : একই মসজিদে একাধিকবার জুমআর জামাআত করা জায়েয নয়। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীগণের থেকে এর কোনো প্রমাণ নেই। বরং মসজিদ সম্প্রসারণ করবে এবং একটি বড় জামাআতের উপর প্রতিষ্ঠিত থাকবে। জুমআর জামাআত না পেলে পরে যোহরের ছালাত জামাআতে বা একাকী আদায় করবে। অতএব একই মসজিদে একাধিকবার জুমআ আদায় করা জায়েয নয় (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ৮/২৬২)।
প্রশ্নকারী : আহসান হাবীব
যশোর।