কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : পরীক্ষায় নকল করা, অন্য কারো দেখে লেখা, কারো কাছে কিছু জিজ্ঞাসা করে জেনে নেওয়া বা কাউকে কিছু বলে দেওয়া ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ইসলামের দৃষ্টিতে জানতে চাচ্ছি?

উত্তর : পরীক্ষায় নিজের জ্ঞান ও যোগ্যতার বাইরে অন্য যেকোনো ভাবে কোনো কিছু উত্তরপত্রে লিখা নাজায়েয। এর মাধ্যমে অন্য ভাইয়ের হক্ব বিনষ্ট করা হয়। তাছাড়া তা সুস্পষ্ট প্রতারণা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‌مَنْ ‌غَشَّنَا ‌فَلَيْسَ مِنَّا‘যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের আদর্শভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১; ইবনু মাজাহ, হা/২২২৫)।

প্রশ্নকারী : মো: আব্দুল্লাহ আল আরিফ

ঠাকুরগাঁও।

Magazine