উত্তর : পরীক্ষায় নিজের জ্ঞান ও যোগ্যতার বাইরে অন্য যেকোনো ভাবে কোনো কিছু উত্তরপত্রে লিখা নাজায়েয। এর মাধ্যমে অন্য ভাইয়ের হক্ব বিনষ্ট করা হয়। তাছাড়া তা সুস্পষ্ট প্রতারণা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا‘যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের আদর্শভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১; ইবনু মাজাহ, হা/২২২৫)।
প্রশ্নকারী : মো: আব্দুল্লাহ আল আরিফ
ঠাকুরগাঁও।