কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : ইমামের আগে রুকূ’, সিজদা, ক্বিয়াম ইত্যাদি করার বিধান কী? অনেক মানুষকে দেখা যায় ইমাম সালাম ফেরানোর অনেকক্ষণ পর সালাম ফেরায়। আসলে ইমামের পিছনে সালাম ফেরানোর সঠিক সময়টি কখন?

উত্তর : ইমামের আগে রুকূ, সিজদা, ক্বিয়াম ইত্যাদি করা হারাম। আনাস রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে মানুষ সকল! নিশ্চয় আমি তোমাদের ইমাম। বিধায় তোমরা রুকূ’, সিজদা, ক্বিয়াম, বসা এবং সালাম আমার পূর্বে করো না’ (ছহীহ মুসলিম, হা/৪২৬; মুসনাদে আহমাদ, হা/১২৩২৩)। বরং এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা আরোপ করেছেন। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে তার মাথা ইমামের পূর্বেই উত্তোলন করে সে কি ভয় করে না যে, আল্লাহ তার মাথাকে গাধার মাথাতে অথবা গাধার আকৃতিতে পরিনত করে দিবেন’ (ছহীহ মুসলিম, হা/৪২৭; আবূ দাঊদ, হা/৬২৩)। ইমামের পিছনে সালাম ফিরানোর সঠিক সময় হলো- ইমামের সালাম ফিরানোর পরপরই সালাম ফিরানো। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম নিযুক্ত করা হয় কেবল তার পরিপূর্ণ অনুসরণ করার জন্য। অতএব ইমাম যখন তাকবীর দিবে তখন তোমরা তাকবীর দাও এবং যখন ইমাম রুকূ’ করে তখন তোমরা রুকূ’ কর…’ (ছহীহ বুখারী, হা/৩৭৮; ছহীহ মুসলিম, হা/৪১৭)। উক্ত হাদীছে বুঝা যায় যে, সালাম ফিরানোর ক্ষেত্রে বেশি দেরি করা যাবে না। বরং ইমামের সালাম ফিরানোর পরপরই ফিরাতে হবে।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

ঢাকা।


Magazine