কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : ATM বুথের সিকিউরিটির চাকুরী হালাল হবে কি?

উত্তর : স্পষ্ট সূদের সাথ সংশ্লিষ্ট কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের কোনো পদেই চাকুরী করা যাবে না। কেননা সূদ হারাম বস্তু আর সেই ব্যাংক বা প্রতিষ্ঠানে চাকুরী করার মাধ্যমে হারাম কাজে সহযোগিতা করা হয়ে থাকে। হারাম কাজে সহযোগিতা করা হারাম। মহান আল্লাহ বলেন, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ‘তোমরা পরস্পর নেকী ও আল্লাহভীতিতে সহযোগীতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা কর না’ (আল-মায়েদা, ২)।

-বাসার আলি

চাপাইনবাবগঞ্জ।


Magazine