কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : আমি ১০ বৎসর সূদী ব্যাংকে চাকরি করেছি। আমার রক্ত-মাংস ও হাড়-হাড্ডি সূদের টাকায় বৃদ্ধিপ্রাপ্ত। এখন ক্ষমা ও মুক্তির কোন পথ আছে কি ?

উত্তর : সূদী অর্থায়নে গড়ে তোলা অর্থ-সম্পদ ত্যাগ করে আল্লাহর নিকটে খালেছ অন্তরে তওবা করতে হবে এবং নেক আমল করতে হবে। তাহলে তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ তা‘আলা বলেন, ‘বল, হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু’ (যুমার, ৫৩)। তিনি আরো বলেন, ‘যারা ক্ষমা প্রার্থনা করে ও সংশোধিত হয় এবং আল্লাহকে সুদৃঢ়ভাবে ধারণ করে ও আল্লাহর জন্যে তাদের দ্বীনকে বিশুদ্ধ করে, মূলত তারাই মুমিনদের সঙ্গী এবং অচিরেই আল্লাহ মুমিনদেরকে উত্তম প্রতিদান প্রদান করবেন’ (নিসা, ১৪৬)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক



Magazine