উত্তর: প্রশ্নে জানতে চাওয়া হাদীছটি আরবী ইবারত ও অনুবাদসহ উল্লেখ করা হলো:
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ « اسْتَأْذَنْتُ رَبِّى فِى أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ فِى أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِى فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ ».
আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মায়ের কবর যিয়ারত করতে গিয়ে কেঁদে ফেললেন এবং তাঁর আশে-পাশে সকলকে কাঁদিয়ে তুললেন। (কারণ, জিজ্ঞাসা করা হলে) তিনি বললেন, ‘আমি আল্লাহর নিকট আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলাম। কিন্তু তিনি আমাকে অনুমতি দিলেন না। অতঃপর আমি তাঁর নিকট তার কবর যিয়ারত করতে অনুমতি চাইলে তিনি তাতে অনুমতি দিলেন। সুতরাং তোমরা কবর যিয়ারত কর। কারণ, তা মরণকে স্মরণ করিয়ে দেয়’ (ছহীহ মুসলিম, হা/৯৭৬; ইবনু মাজাহ, হা/১৬৩৯; অধ্যায়-৪৮ মিশকাত, হা/১৭৬২; ‘ক্ববর যিয়ারত অধ্যায়’)।
প্রশ্নকারী : মো. আব্দুল গফুর
জিপিও ৯০০০, খুলনা।