কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): ফিতরা কি যাকাতের মতো আট খাতে বণ্টন করা যাবে?

উত্তর: ফিতরাকে আট খাতে বণ্টন করা যাবে না, বরং ফিতরা শুধু ফকীর-মিসকীনদের মাঝে বণ্টন করতে হবে। কেননা ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাদাক্বাতুল ফিতর ফরয করেছেন অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে (রামাযানের) ছওমকে পবিত্র করতে এবং মিসকীনদের খাদ্যের ব্যবস্থার জন্য (আবূ দাঊদ, হা/১৬০৯)।

প্রশ্নকারী : গিয়াসুদ্দীন

ঢাকা।


Magazine