কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : মসজিদের আশে-পাশে যদি কবর থাকে তাহলে ঐ মসজিদে ছালাত বৈধ হবে কি? বিস্তারিত জানাবেন।

উত্তর : মসজিদকে কবর রূপে গ্রহণ করা হতে সর্বদা বিরত থাকতে হবে। কারণ এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা আরোপ করেছেন। রাসূলের বাণী, ‘আল্লাহ ইয়াহুদী ও খ্রিষ্টানদেরকে লানত করেছেন। কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ রূপে গ্রহণ করেছিল’ (ছহীহ মুসলিম, হা/১৩৩০; ছহীহ মুসলিম, হা/৫২৯; মিশকাত, হা/৭১২)। তবে কবর যদি মসজিদের এরিয়ার বাহিরে ডানে-বামে হয় তাহলে কোনো সমস্যা নেই (মাজমূউল ফতওয়া বিন বায, ১৩/৩৫৭ পৃ.)। তবুও সতর্ক স্বরূপ মসজিদের পাশে কবর না দিয়ে কবরস্থানে কবর দেওয়ায় উত্তম হবে। কারণ এতে মূর্খরা ফেতনায় পড়ার সম্ভবনা রয়েছে।

প্রশ্নকারী : আব্দুর রহমান

ডিমলা, নিলফামারী।


Magazine