কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : আমার বেশ কিছু টাকা ঋণ আছে। তা পরিশোধ করার জন্য অল্প অল্প করে একাউন্টে জমা রাখছি। কেননা পাওনাদার যেকোনো মুহূর্তে তা চাইতে পারেন। এমতাবস্থায় জমাকৃত টাকার উপরে যদি বছর পূর্ণহয়ে যায় তাহলে কি তার যাকাত দিতে হবে?

উত্তর : যেকোনো যাকাতযোগ্য সম্পদ নেসাব পরিমাণ হলে এবং এক বছর অতিক্রম করলে যাকাতযোগ্য সকল সম্পদের উপর যাকাত ফরয হয়। তাই এমতাবস্থায় যাকাত বের করার সময় হওয়ার পূর্বেই ঋণ পরিশোধ করতে হবে। অন্যথায় বছরান্তে যাকাতের হিসেবের মধ্যে উক্ত টাকাও গণ্য হবে। সায়েব ইবনু ইয়াযিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, উছমান ইবনু আফফান রাযিয়াল্লাহু আনহু বলতেন, এই মাস (মাহে রামাযান) যাকাত আদায়ের মাস। ঋণগ্রস্তদের উচিত তাদের ঋণ শোধ করে দেওয়া, যাতে অবশিষ্ট সম্পদের যাকাত আদায় করে নেওয়া যায় (মুয়াত্ত্বা মালেক, হা/৮৭৩)। উক্ত হাদীছ প্রমাণ করে যে, ঋণগ্রস্ত ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং বছর পূর্ণ হওয়ার পূর্বেই ঋণ পরিশোধ না করে দেয় তাহলে বছরান্তে যাকাত বের করতে হবে।

প্রশ্নকারী : সাইফুল্লাহ

রায়পুর, লক্ষীপুর।


Magazine