কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): শস্য উৎপাদনের ব্যয় বাদ দিয়ে উশর ফরয নাকি উৎপাদন ব্যয়সহ উশর ফরয?

উত্তর: উৎপাদিত ফসলের খরচ বাদ দিয়ে নয়, বরং সমুদয় উৎপাদিত ফসলের মধ্য থেকে উশর দিতে হবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ফসল বৃষ্টি বা ঝর্ণার পানিতে সিক্ত ভূমিতে উৎপাদিত হয় কিংবা স্বাভাবিক আর্দ্রতার কারণে বিনা সেচে উৎপাদিত হয়, তাতে দশ ভাগের এক ভাগ যাকাত (উশর) আবশ্যক হয়। আর সেচ দ্বারা উৎপাদিত হলের বিশ ভাগের একভাগ যাকাত (উশর) আবশ্যক হয়’ (ছহীহ বুখারী, হা/১৪৮৩)। এখানে সেচ দিতে গেলে উৎপাদন খরচ হয়। কিন্তু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎপাদন খরচ বাদ দিতে বলেননি। বরং উশরের পরিমাণে কম-বেশি করেছেন। তা হলো বিনা খরচে হলে দশ ভাগের এক ভাগ (১/১০), আর খরচ করে হলে বিশ ভাগের এক ভাগ (১/২০) যাকাত দিতে হবে। সুতরাং ফসল উৎপাদনের ব্যয়সহ পুরো ফসলেরই যাকাত (উশর) দিতে হবে।

প্রশ্নকারী : আবূ যার

ঘোড়াঘাট, দিনাজপুর।


Magazine