উত্তর : যে মসজিদে দান করা হয়েছে সে মসজিদের প্রয়োজন না থাকলে বা আবাদ না হলে কিংবা নদী-নালায় ভেঙে বিলীন হলে উক্ত মসজিদের সম্পদ অন্য সঠিক আক্বীদার মসজিদে ব্যবহার করতে হবে। ঐ সম্পদ ব্যক্তিগত মালিকানায় বা কোনো মাদরাসায় ব্যবহার করা যাবে না। কেননা মসজিদের সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ (বিস্তারিত দেখুন : মাজমূঊ ফাতাওয়া, ইবনু তাইমিয়্যাহ, ৩১/২৩২-২৩৩ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুর নূর
সাপাহার, নওগাঁ।