উত্তর: লাশ বহনের সময় পরিপূর্ণ নীরব থাকাই সুন্নাত। এ সময় কোনো দু‘আ পড়া ভিত্তিহীন। কায়েস বিন আব্বাদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবীগণ তিন সময়ে শব্দ করতে অপছন্দ করতেন- যুদ্ধ, জানাযা এবং যিকির (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/৩৩৪২০; বায়হাক্বী, হা/৭২৬২)। আর ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লাশ কবরে রাখার সময় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, بِسْمِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللهِ ‘বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ’ (ইবনু মাজাহ, হা/১৫৫০)।
প্রশ্নকারী : মোছাঃ সানজিদা আক্তার সেতু
বাঁশেরহাট, দিনাজপুর।