কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : জরুরি কারণে অথবা লোকসংখ্যা বেশি হওয়ায় লাশকে দাফনের সময় সরাসরি হাত দ্বারা মাটি দেওয়ার পরিবর্তে ডালিতে বা কোনো পাত্রে কিছু লোক মাটি দিয়ে সেই মাটি কবরে রাখলে পূর্ণ ছওয়াব পাওয়া যাবে কি? বা এটা করা যাবে কি?

উত্তর : যেকোনো অজুহাতে ডালিতে মাটি নিয়ে মাটি দেওয়া যাবে না। এর মাধ্যমে মাটি দেওয়ার যে ছওয়াব রয়েছে তা সে পাবে না। কেউ দিলে তা বিদআত হবে। কারণ এমন কোনো প্রমাণ ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়। ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত আছে যে, শুধু জানাযা পড়ে ফিরে আসলে এক ক্বিরাত নেকী পাওয়া যায়। আর দাফন সম্পন্ন করে ফিরলে দুই ক্বিরাত নেকী পাওয়া যায় (ছহীহ বুখারী, হা/৪৭; মিশকাত, হা/১৬১৫)। আর এ নেকী পাওয়ার জন্য স্ব-শরীরে উপস্থিত হয়ে মাটি দিতে হবে। একান্ত কোনো কারণে দাফন কাজে অংশ নিতে না পারলে জানাযা পড়ে ফিরে আসবে।

প্রশ্নকারী : তাসলিম শেখ

পশ্চিমবঙ্গ, ভারত।

 

Magazine