কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : স্কুল-কলেজসহ বিভিন্নশিক্ষাপ্রতিষ্ঠান, ফাউন্ডেশন, সংগঠনগুলোপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজতজয়ন্তী, সুবর্ণজয়ন্তী ইত্যাদি অনুষ্ঠান পালন করেতা শরীআতের দৃষ্টিতে কতটুকু বৈধ?

উত্তর‘জয়ন্তী’ শব্দটি ইংরেজী Juআলাইহিস সালামilআলাইহিস সালামআলাইহিস সালাম এর বাংলা। শব্দটি এসেছে ফরাসি শব্দ আলাইহিস সালামuআলাইহিস সালামilআলাইহিস সালাম এর অপভ্রংশ থেকে। অবশ্য এর আদি ল্যাটিন শব্দ Juআলাইহিস সালামilছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামআলাইহিস সালামus। মূলত কোনো ঘটনা বা ব্যক্তির যথাক্রমে সূত্রপাত ও জন্মকে ঘিরে সুনির্দিষ্ট সময়কাল পূরণ হওয়া উপলক্ষে সম্মান প্রদর্শন পূর্বক স্মৃতিচারণের আনন্দঘন অনুষ্ঠান। আরবীতে اليوبيل বলা হয়। শায়খ বকর আবূ যায়েদ বলেন, শব্দটি ইয়াহূদীদের নিজস্ব শব্দ (মু‘জামুল মানাহী আল লাফযিয়্যাহ, পৃ. ৫৭৮)। তাই এসব অনুষ্ঠান ইসলামী শরীআতে অনুমোদিত নয়। বরং এগুলো বিজাতীয় সংস্কৃতি, যেগুলো অবশ্যই বর্জন করতে হবে। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরেই অন্তর্ভুক্ত হবে’ (আবূ দাঊদ, হা/৪০৩১)।

প্রশ্নকারী : আব্দুস সুবহান

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine