কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): ‘সকাল সন্ধ্যায় সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করলে সত্তর হাজার ফেরেশতা তার জন্য দু‘আ করে এবং সে রাতে মারা গেলে শহীদের মর্যাদা পাবে’-এ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?

উত্তর: হাদীছটি নিতান্তই যঈফ (তিরমিযী, হা/২৯২২)। তাই উক্ত হাদীছের প্রতি আমল করা যাবে না।

প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম

নাটোর।

 

Magazine