কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): মানুষ মারা গেলে মাটি দেওয়ার সময় অনেকে বস্তায় মাটি দেয়, এটা কি দেওয়াযাবে?

উত্তর: না, এভাবে মাটি দেওয়া যাবে না। বরং কবরেই মাটি দিতে হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি জানাযার ছালাত আদায় করালেন। তারপর তিনি তার কবরের কাছে এলেন এবং কবরে তার মাথা বরাবর তিন অঞ্জলি মাটি রাখলেন (ইবনু মাজাহ, হা/১৫৬৫)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine