কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): তিন রাকআত বিশিষ্ট বিতর ছালাতের নির্দিষ্ট সূরা আছে কি? বিতর এর পরে কোনো দু‘আ থাকলে জানাবেন।

উত্তর: বিতর ছালাত আদায়ের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আল্লাহ তাআলা বলেন, ‘কুরআনের যতটুকু পড়া তোমার জন্য সহজ হয়, তুমি ততটুকু পড়ো’ (মুযযাম্মিল,৭৩/২০)। তবে বিতরের প্রথম রাকআতে সূরা আ‘লা, দ্বিতীয় রাকআতে সূরা কাফিরুন, তৃতীয় রাকআতে সূরা ইখলাছ পড়া সুন্নাত। আলী ইবনু হুজর রাহিমাহুল্লাহ .... ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাতের এক-এক রাকআতে , سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى -قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ - قُلْ هُوَ اللَّهُ أَحَدٌপাঠ করতেন (তিরমিযী, হা/৪৬২)। তৃতীয় রাকআতে সূরা ইখলাছের পরে সূরা ফালাক ‍ও সূরা নাস পড়া যায় (তিরমিযী, হা/৪৬৩)। আর বিতরের পরের দু‘আর ব্যাপারে হাদীছে এসেছে, উবাই ইবনু কা‘ব রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাতের সালাম ফিরিয়ে বলতেন, ‘সুবহানাল মালিকিল কুদ্দুস’ (আবূ দাঊদ, হা/১৪৩০)। মুসনাদে আহমাদে এসেছে, তিনবার বলতেন এবং তৃতীয়বারে ‍আওয়াজ উচুঁ করে বলতেন (মুসনাদে আহমাদ, হা/১৫৩৬১)।

প্রশ্নকারী: ফিরোজ কবির

নওঁগা।


Magazine