কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : ছালাতের সময় সামনে কোন স্বচ্ছ কাঁচ থাকলে তাতে যদি ছায়া দেখা যায়, তাহলে সেই কাঁচের সামনে দাঁড়িয়ে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: সাধারণভাবে কোনো স্থানে ছবি-মূর্তি থাকলে সেখানে ছালাত আদায় করা যাবে না। কেননা যে ঘরে ছবি-মূর্তি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না (ছহীহবুখারীহা/৫৯৪৯মিশকাত, হা/৪৪৮৯)। আর সামনে রক্ষিত কাঁচে ছায়া দেখা গেলে তার সামনে ছালাত আদায় করা যাবে না। কেননা তাতে মনোযোগ নষ্ট হবে। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও। কারণ ছালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে (ছহীহ বুখারী, হা/৩৭৪)।

প্রশ্নকারী : শহীদুল্লাহ

রংপুর।


Magazine